মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
“ভোটার হব, ভোট দিব” স্লোাগানকে সামনে রেখে সারাদেশের মতো প্রথমবারের মতো হবিগঞ্জের লাখাইয়ে পালিত হলো “জাতীয় ভোটার দিবস ২০১৯”।
লাখাই উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার সকাল ৯টায় বের হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি উপজেলার প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সহ-কমিশনার (ভূমি) জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়।
লাখাই উপজেলা নির্বাচন কমিশনার মোশারফ হোসেন খানের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওলানা তাফাজ্জল হক, গীতা পাঠ করেন স্বাস্থ্য কর্মকর্তা গৌতম দাশ।
আলোচনায় অংশ গ্রহণ করেন পবিস ডিজিএম রোকন উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার জাহির উদ্দিন, অজয় দেব (ওসি তদন্ত), প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন, মুক্তিযোদ্ধা কেশব বাবু, মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে প্রমুখ।
এদিকে একই দিনে দেশের জন্য জীবন উৎসর্গকৃত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে “পুলিশ মেমোরিয়েল ডে ১ মার্চ” উপলক্ষে র্যালি বের করে লাখাই থানা পুলিশ।