হাটহাজারীতে পৈত্রিক ভিটায় ঘর তুলতে দিচ্ছে না মুক্তিযোদ্ধাকে!

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

হাটহাজারী উপজেলার পূর্ব ধলই গ্রামের শরীফ বাড়ির মুক্তিযোদ্ধা মো. ইলিয়াছ শরীফের পৈতৃক জায়গায় নিজের পুরানো জরাজীর্ণ বেড়ার ঘরটি ভেঙ্গে সেমিপাকা বসতঘর নির্মাণে বাধা দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ওই মুক্তিযোদ্ধাকে বসতঘর নির্মাণে বাধা দেয়া ছাড়াও প্রতিপক্ষের লোকজন প্রতিনিয়ত মামলা-হামলা ও ভয়-ভীতি দেখিয়ে চলেছে। তবে প্রতিপক্ষের লোকজন মামলা-হামলা ও ভয়-ভীতি দেখানো বিষয়টি সত্য নয় বলে দাবী করেন।

জানা গেছে, পূর্ব ধলই গ্রামের শরীফ বাড়ির মৃত জাকের আলী শরীফের ছেলে মুক্তিযোদ্ধা মো. ইলিয়াছ শরীফ তার প্রায় দুই শতক পৈতৃক জায়গা ভোগদখল করে আসছেন। তিনি কিছুদিন আগে ওই জায়গায় একটি সেমিপাকা বসতঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ একই বাড়ির গোলাপুর রহমান ওই জায়গা তাদের দাবি করেন। এছাড়া মামলা-হামলা ও ভয় ভীতি দেখিয়ে বসতঘরটি নির্মাণ করতে বাধা দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি করছে বলে দাবী করেন ভুক্তভোগি পরিবারের মুক্তিযোদ্ধা মো. ইলিয়াছ শরীফ।

তিনি বলেন, আমার পৈতৃক সম্পত্তিতে সেখানে একটি সেমিপাকা বসতঘর নির্মাণ করার সময় গোলাপুর রহমান কাগজপত্র ছাড়াই ওই জায়গার মালিকানা দাবি করেন। তিনি ও তার লোকজন ঘর ভাংচুর করার পর জমি দখলের চেষ্টা করছেন। অভিযুক্ত গোলাপুর রহমান গং আমার অনেক সম্পত্তি অবৈধভাবে দখলে নেয়ার পর সেখানে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে। এসব জায়গায় যেন আমি দখল করতে না পারি এজন্য সে দখলবাজদের দিয়ে হুমকি-ধমকি, মামলা-হামলা করে আমাকে তাড়িয়ে দিয়ে আমার সকল জায়গায় সম্পত্তি দখলের পাঁয়তারা চালাচ্ছে। এতে করে আমি আমার পরিবার পরিজন নিয়ে বেশ ভীত ও শংকিত।

এছাড়া এদিকে এ জায়গার মালিক দাবী করে ২০১৬ সালের ১৩ নভেম্বর আমাকে হয়রানি করার জন্য অহেতুক ১৪৫ ধারায় আদালতে একটি মামলা দাখিল করে। তবে প্রায় দুই বছরেরও বেশি মামলাটি বিচারাধীন থাকার পর চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালত গোলাপুর রহমান গংয়ের করা মামলাটি খারিজ করে দেয় বলেও জানান তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে গোলাপুর রহমানের পুত্র গিয়াস উদ্দীন শরীফ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে আনিত সকল অভিযাগ ভিত্তিহীন ও বানোয়াট। বরং তারাই কাগজপত্র ছাড়াই মুক্তিযোদ্ধার প্রভাব দেখিয়ে আমাদের ওই জায়গার মালিকানা দাবি করে গৃহ নিমার্ণের পাঁয়তারা করছে। এরই পেক্ষিতে নির্মাণাধীন জায়গায় যে আপনাদের তার কি কোন কাগজপত্র আছে এমন প্রশ্নের উত্তরে রোকন এ প্রতিবেদককে জানান আপনারা তো বুঝবেন না কিভাবে বুঝাব বলেন!

Similar Posts

error: Content is protected !!