মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
শুক্রবার (১ মার্চ ২০১৯) দিবাগত রাত আনুমানিক ৩.৩০ মিনিটে বগুড়া-রংপুর মহাসড়কের ঠেঙ্গামাড়া টিএমএসএস ফাউন্ডেশন অফিসের সামনে চুয়াডাঙ্গা থেকে আসা বিয়ের বাস “সোনার তরী”র সাথে রংপুর থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বরসহ ২৫ জন আহত ও ১ জন নিহত হয়েছেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী গ্রামের আবু বক্করের পুত্র আবু সাইদ (২৮)-এর বিবাহের জন্য বাসযোগে ঠাকুরগাঁওয়ের পথে রওয়ানা দেন। বরযাত্রী নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায়।
বাসটি বগুড়া সদরের ঠেঙ্গামারা টিএমএসএস ফাউন্ডেশন অফিসের সামনে এলে রংপুর থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই এলাকার রায়হান (১৬), শামিম (২৮), শাহাবুল (৩০), সেন্টু (৪০)সহ কমপক্ষে ২৫ জন আহত ও রফজেলের পুত্র মুঞ্জু মিয়া (৩০) নিহত হন।
আহতদেরকে টিএমএসএস হাসপাতেলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। মর্মান্তিক এ সড়ক দুর্ঘনার সংবাদ পেয়ে বগুড়া উপশহর হাইওয়ে পুলিশের এসআই শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট করে নিহতের নিকটাত্মীয়কে লাশ হস্তান্তর করেন।