ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আফজাল হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় শনিবার বেলা ১১টায় ধামইরহাট ভবনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিস্কারের সুপারিশ করা হয়।
এদিকে সভার পর পর বেলা দেড়টার দিকে ধামইরহাট ভবনের সামনে আ.ন.ম. আফজাল হোসেনের কাপ পিরিচ মার্কা প্রতীকের পোস্টার ছেঁড়ায় বিকেলে প্রতিবাদ সভা করেন।
নৌকার লোকজন তাঁর পোস্টার ছিঁড়েছে বলে স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন দাবী করেন।