হাটহাজারীর সরকারহাট বাজারে সওজের উচ্ছেদ অভিযান

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারে গতকাল রোববার (৩ মার্চ ২০১৯) উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সড়ক ও জনপদ বিভাগ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। সকাল থেকে পরিচালিত উচ্ছেদ অভিযানে দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিপুল পরিমাণ সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।

সরকারহাট বাজারে সওজ বিভাগের জায়গা দীর্ঘদিন পর্যন্ত অবৈধ দখলে থাকায় বাজারে যানজট ছিল নিত্য ব্যাপার। জেলা প্রশাসনের সভায় এ ব্যাপারে আলোচনা হওয়ার পর অবৈধ স্থাপনা উচ্ছেদের সিন্ধান্ত হলে গতকাল রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন, সড়ক বিভাগের ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম, সওজ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৌম্য তালুকদার ও সওজ’র কর্মকর্তাদের উপস্থিতিতে সঙ্গীয় ফোর্স নিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে দু’টি স্কেভেটার প্রায় ৫০ জন শ্রমিক দিনভর কাজ করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গ্রামপুলিশ উচ্ছেদ অভিযানে সহায়তা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারহাট বাজারে দীর্ঘদিন পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের জায়গায় এক শ্রেণির লোক অবৈধ স্থাপনা নির্মাণ করে দখল করে রেখে ছিল। এতে করে এ বাজারে যানজট ছাড়া ও জনচলাচল কষ্টসাধ্য ছিল। জনস্বার্থে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে তিনি প্রায় ৫০ কোটি টাকা মূল্যের সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করেন।

Similar Posts

error: Content is protected !!