মহাস্থানে মাফতুন আহম্মেদ রুবেলের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

সোমবার (৪ মার্চ ২০১৯) বিকালে বগুড়া সদর উপজেলার গোকুল স’ মিল বন্দরে মটর সাইকেল মার্কার উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়।

বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) মাফতুন আহম্মেদ খান রুবেল মহাস্থান হযরত শাহ সুলতান বলখী (রঃ)-এর মাজার জিয়ারত শেষে স’ মিল বন্দরে এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন, বগুড়া সদর উপজেলার মানুষ শান্তিপ্রিয়। তারা কখনও অশান্তি চায় না। শান্তিতে বসবাস করতে চায়। এজন্য তারা সকল বাধা ডিঙ্গিয়ে আগামী ১৮ মার্চ সদর উপজেলা নির্বাচনে মটর সাইকেল মার্কায় ভোট দিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করবে।

তিনি আরো বলেন, আমরা কখনও অন্যায় করি না বা অন্যায়কে প্রশ্রয়ও দিব না। কেউ আমাদের দুর্বল মনে করলে তারা ভুল করবে। নিরপেক্ষ নির্বাচন হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার জামানত হারারে। এজন্য সকলকে মটর সাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছাঃ নাজমা আক্তার, ফেরদৌস আলম পিলু, আইয়ুব খান, আসাদুল হক টুকু, আকমল হোসেন সজল, এমদাদুল হক দুলাল, আব্দুল বাছেদ, ওবায়দুর রহমান, আব্দুর রহিম সাজু, ওমর ফারুক, হাফিজার রহমান, সোহেল রানা, সাইফুল ইসলাম, শাহজাহান আলী, নুরুল ইসলাম খাদেম, মেহেদী হাসান জুয়েল, ওমর ফারুক, সোহেল রানা, ইঞ্জিনিয়ার সোহেল আহম্মেদ, আব্দুল খালেক, জিল্লুর রহমান, আহম্মেদ শাকিলসহ কর্মী ও সমর্থকবৃন্দ।

Similar Posts

error: Content is protected !!