আমাদের নিকলী ডেস্ক ।।
ভৈরব উপজেলায় আগুন লেগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। মঙ্গলবার (৫ মার্চ ২০১৯) বিকেলে উপজেলার ফেরিঘাট মৎস্য আড়তে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভৈরব বাজার ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
ব্যবসায়ীদের বরাত দিয়ে তিনি বলেন, মৎস্য আড়তের স্বর্ণা মৎস্য আড়ত নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পাশের সুদেব নাথ মৎস্য আড়ত, ভাণ্ডারি মৎস্য আড়তসহ তিনটি প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভৈরব বাজার ও নদী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে মজুদ রাখা মাছ ও বিভিন্ন আসবাবপত্রসহ ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সূত্র : বাংলা নিউজ২৪