মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষে মঙ্গলবার বিকালে লাখাইর আইন শৃংখলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন মোঃ রবিউল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল)।
এসময় তিনি উপজেলার বুল্লা বাজার, কালাউক, বামৈ, লাখাইসহ বিভিন্ন জনবহুল স্পটে উপস্থিত স্থানীয় লোকজনের সাথে পথসভায় মিলিত হন। পথসভায় রবিউল ইসলাম বলেন, আসন্ন উপজেলা নির্বাচনকালীন পরিস্থিতি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। এব্যাপারে কোন ধরনের শৈথিল্য দেখানো হবে না।
শান্তিপূর্ণ নির্বাচনে সকল ধরনের আইনশৃংখলা রক্ষায় সচেতন সর্বসাধারণকে আইন শৃংখলা রক্ষাকারীদের সহযোগিতার কথা উল্ল্যেখ করে তিনি নিজ সন্তান ও সমাজের সকল তরুণের মাদকের কালো থাবা থেকে রক্ষার জন্য সজাগ থাকার ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।