মহাকাশে ফুটেছে ফুল!

মহাকাশে ফুল ফুটেছে! হ্যাঁ, জিনিয়া ফুল। আর মালি হলেন মার্কিন নভোচারী স্কট কেলি। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে (আইএসএস) উদ্ভিদের প্রাণের স্পন্দন অবশ্য নতুন নয়।
মানুষের বাসযোগ্য কৃত্রিম উপগ্রহটির ভেজ-ল্যাবে আগেও লেটুস জাতীয় সবজি ফলানো হয়েছে। কিন্তু মহাকাশের ঘরে ফুল ফুটেছে এই প্রথম! স্বাভাবিকভাবেই গবেষণাগারে নতুন সদস্য আসার খবরে উচ্ছ্বসিত নাসা। ম্যানেজার ট্রেন্ট স্মিথের কথায়, ‘লেটুসের সাথে জিনিয়ার কোনো তুলনাই হয় না।’ কেন? জিনিয়ার মতো সেটাও রীতিমতো অনেক ঘাম ঝরিয়ে ফলাতে হয়েছে আইএসএসের কৃত্রিম আবহাওয়ায়। তার মতে, ‘পরিবেশ বা সূর্যালোক, জিনিয়ার জন্য দুটিই খুব গুরুত্বপূর্ণ। আর দুটির কোনোটাই আইএসএসে নেই। তা ছাড়া জিনিয়ার জন্ম, বড় হওয়াতে সময় লাগে ৬০ থেকে ৮০ দিন। লেটুসের থেকে বেশি। ফলে লড়াইটাও দীর্ঘ।’ এই কঠিন কাজটা করতে গিয়ে বেশ চাপের মুখেই পড়তে হয়েছিল গবেষকদের।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!