ধামইরহাটে আচরণবিধি লঙ্ঘনে দুই প্রার্থীর জরিমানা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে চলছে পুরোদমে প্রচারণা। যে সময় প্রার্থীদের প্রচার-প্রচারণায় কর্মী-সমর্থকরা উচ্ছসিত ও উল্লাসিত; ঠিক সেই সময় ঘটছে আচরণবিধি লঙ্ঘনের মতো ঘটনা।

প্রার্থীর লোকজনেরা দেয়ালে পোস্টার টানানো, রাত ৮টার পরে মাইকিং করে প্রচারণা চালাচ্ছেন। আর এসব ঘটনায় জরিমানা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আগামী ১৮ মার্চ ধামইরহাটে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানান, দেয়ালে প্রার্থীর পোস্টার টানানোর সময় চেয়ারম্যান প্রার্থী আয়েন উদ্দিনকে (ডালিম) (ঘোড়া প্রতীক) ৫ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান প্রাার্থী নুরুল ইসলামকে (টিউবওয়েল প্রতীক) ৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, রাত ৮টার পর কর্মীদের প্রচারণা বিষয়ে অভিযোগ উঠলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনম আফজাল হোসেন লিখিতভাবে আচরণবিধি লঙ্ঘন হবে মর্মে মুচলেকা দিয়েছেন।

Similar Posts

error: Content is protected !!