ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবসে উন্নয়ন মেলা উদযাপন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮ মার্চ বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়।

“সবাই মিলে ভাবো-নতুন কিছু করো- নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি শেষে উপজেলা মহিলাবিষয়ক অফিসে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, ট্রেড ইন্সট্রাক্টর আলতাফ হোসেন, সাংবাদিক রেজুয়ান আলম, রাসেল মাহমুদ প্রমুখ। পরে নারী উন্নয়ন মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন ইউএনও গনপতি রায়।

উল্লেখ্য, গত ৬ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

Similar Posts

error: Content is protected !!