মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
শেষ হচ্ছে দীর্ঘ প্রতীক্ষা, রাত পোহালেই (রোববার) হবিগঞ্জের লাখাইয়ে অনুষ্ঠিত হবে ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। মোট ৬টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত হাওরবেষ্টিত, কৃষি ও মৎস্য ভাণ্ডারখ্যাত লাখাইয়ে এবার মোট ১ লক্ষ ৩ হাজার ৯৩৭ জন ভোটার ৩৯টি কেন্দ্রে স্থাপিত ২৫৮টি কক্ষে জনপ্রতিনিধি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
লাখাই উপজেলা নির্বাচন কমিশনার মোশারফ খান জানান, ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। উপজেলার ৩৯টি কেন্দ্রে স্থাপিত ২৫৮টি কক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
লাখাই থানা অফিসার্স ইনচার্জ এমরান হোসেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নের লক্ষে নির্বাচন চলাকালীন বিজিবির ৮টি গাড়ি, দুইটি স্ট্রাইকিং ফোর্সসহ প্রয়োজনসংখ্যক পুলিশ ও আনসার সদস্য কাজ করবে।
উল্লেখ্য, এবারে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় যারা আছেন তারা হলেন চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুশফিউল আলম আজাদ দলীয় প্রতীক নৌকা নিয়ে, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল আলম মাহফুজ মোটর সাইকেল প্রতীকে, আওয়ামী লীগ জেলা কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক আহম্মদ আনারস প্রতীকে।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বর্তমান বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ কামাল চৌধুরী টিউবয়েল প্রতীকে, সাবেক ছাত্রলীগ নেতা আমীরুল ইসলাম আলম তালা প্রতীকে, অবঃ সার্জেন্ট আশরাফুল ইসলাম শের আলম চশমা প্রতীকে ও তাউছ মিয়া মাইক প্রতীকে।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা বেগম পদ্মফুল প্রতীক, জাহানারা বেগম ফুটবল প্রতীক, আয়েশা সিদ্দিকা কলস প্রতীক, আলেয়া আক্তার হাস প্রতীক, হেনা আক্তার প্রজাপতি প্রতীকে।