সংবাদদাতা ।।
নিকলী উপজেলার সিংপুর, দামপাড়া, কারপাশা, নিকলী সদর, জারইতলা ও ছাতিরচর ইউনিয়নের হতদরিদ্র পরিবারসমূহের জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় ওয়াশ রেজাল্টস প্রকল্পের অধীনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে ২৪টি কমিউনিটি ল্যাট্রিন স্থাপিত হয়েছে। প্রতিটি ল্যাট্রিন নির্মাণে ব্যয় হয়েছে দুই লাখ তেত্রিশ হাজার টাকা। যার ৫ শতাংশ ব্যয় বহন করেছে কমিউনিটি জনগোষ্ঠী নিজেরাই। স্যানিটেশন উন্নয়নে এটি একটি যুগান্তকারী সহযোগিতা। এছাড়া প্ল্যান-এর সহযোগিতায় নিকলী উপজেলার সকল ইউনিয়নে হতদরিদ্র পরিবারে ৪৮০৩টি উন্নত ল্যাট্রিন স্থাপিত হয়। এসব কমিউনিটি ল্যাট্রিন এবং পরিবারভিত্তিক ল্যাট্রিন বদলে দিয়েছে নিকলীর পরিবেশ। তবে এসব ল্যাট্রিনের যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছতা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ ব্যাপারে জনগণের মধ্যে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা আশু প্রয়োজন। এজন্য ইউপি প্রতিনিধিসহ সমাজের সচেতন সবাইকে এগিয়ে আসতে হবে।