সংবাদদাতা ।।
শহীদ স্মরণিকা বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। স্কুলের মাঠে বৃহস্পতিবার ২১ শে জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহীদ স্মরণিকা বালিকা উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কারার সাইফুল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসহাক ভূইয়া, মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরজ্জামান হাবিব, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ জাহান সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ আফতাব উদ্দীন মোল্লা, নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য হাজী নুরুল আমিন ও প্রধান শিক্ষক মোঃ সাফী উদ্দীন প্রমুখ।