ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাট হাসপাতালে ডাক্তার সংকটে যখন রোগীরা দিশেহারা, ঠিক সেই সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “দেখাবো আলোর পথ”। গতকাল উপজেলার রুপনারায়ন ও শিল্পী সম্মিলিত আলিম মাদরাসা ও ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক দুঃস্থ ও অসহায় রোগীকে ফ্রি চিকিৎসাসেবা দিয়েছে সংগঠনটি।
বগুড়া শহীদ জিয়া মেডিকেল থেকে আগত মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ ও বক্ষব্যাধিতে অভিজ্ঞ ডা. সাইফুল ইসলাম ২দিন ব্যাপী এই চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় সহযোগিতা করেন স্বাস্থ্য সহকারী আখি আকতার, মুন্না ও মিলন, সংগঠনের সভাপতি মেহেদী হাসান, সদস্য রাজু, সাজু প্রমুখ।
অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব হোসেন আহমেদ বলেন, ধামইরহাট উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে দেখাবো আলোর পথ সংগঠনটি উপজেলার একমাত্র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী ও সামাজিক হিসেবে আমার কাছে পরিচিত। অসহায় জনগণের সেবার মাধ্যমে সংগঠনটি একদিন পুরো দেশে পরিচিতি লাভ করবে।