আমাদের নিকলী ডেস্ক ।।
জম্মু-কাশ্মীরের দু’টি স্থানীয় ইংরেজি দৈনিক সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপন বন্ধের প্রতিবাদ করেছে রাজ্যের অধিকাংশ সংবাদপত্র। রোববার (১০ মার্চ ২০১৯) প্রথম পাতা সাদা রেখে প্রকাশিত হয়েছে সব পত্রিকা। সরকারি এ সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছেন কাশ্মীরের সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন দ্য কাশ্মীর এডিটর’স গিল্ড।
খবরে বলা হয়েছে, শ্রীনগরভিত্তিক সংবাদপত্র গ্রেটার কাশ্মীর ও কাশ্মীর রিডারকে অজানা কারণে সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেয়ার প্রতিবাদে কাশ্মীরের অধিকাংশ সংবাদপত্র রোববার প্রথম পাতা সাদা রেখেই প্রকাশ করেছে।
একই সঙ্গে বিকালে সম্পাদকদের সংগঠন দ্য কাশ্মীর এডিটর’স গিল্ড বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে।
যে ইংরেজি সংবাদপত্র দু’টির বিজ্ঞাপন বন্ধ করে দেয়া হয়েছে তাদের একটি প্রভাবশালী সংবাদপত্র “গ্রেটার কাশ্মীর”, অন্যটি “কাশ্মীর রিডার”। কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে প্রকাশিত এ দু’টি সংবাদপত্রের মধ্যে গ্রেটার কাশ্মীরের সবচেয়ে বেশি সার্কুলেশন রয়েছে।
সূত্র : দ্য ইন্ডিয়ানস এক্সপ্রেস, যুগান্তর