কে এম স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
নিকলী জিসিপি সরকারি বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১১ মার্চ ২০১৯) দুই দিনের বিজ্ঞান মেলা শুরু হয়েছে। ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সকাল ১১টায় মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে ও জাইকা কো-অর্ডিনেটর দূর্গা রাণী সাহার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ সংসদীয় আসনের এমপি আলহাজ্ব মো. আফজাল হোসেন।
বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী রওশন আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার নূরুজ্জামান হাবীব, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান, নিকলী জিসিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫টি স্টল অংশগ্রহণ করে।