ধামইরহাটে ভিক্ষুক পুনর্বাসনে ৪ ভিক্ষুক পেল গরু-ছাগল ও হাঁস-মুরগী

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে সামজিক কর্মসূচির আওতায় ভিক্ষুক পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সোমবার (১১ মার্চ ২০১৯) দুপুর ১২টায় জেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৪ জন ভিক্ষুকের মাঝে গরু-ছাগল ও হাঁস-মুরগী বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় উপজেলার বড় শিবপুর গ্রামের ভিক্ষুক সামসুদ্দীন মণ্ডল, কোকিল গ্রামের আবু সোলাইমান, নেউটা গ্রামের নুরজাহান বেওয়া ও পূর্ব রুপনারায়নপুর গ্রামের আবুল কালামসহ মোট ৪ জনের হাতে একটি করে গাভী-বাছুর, ৩টি করে ছাগল ও ১০টি করে হাঁস ও ৫টি করে মুরগী তুলে দেন।

বিতরণকালে ওসি জাকিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ওসমান আলী, বীর মুক্তিযোদ্ধা মোকলেছার আলমসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!