ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে সামজিক কর্মসূচির আওতায় ভিক্ষুক পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সোমবার (১১ মার্চ ২০১৯) দুপুর ১২টায় জেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৪ জন ভিক্ষুকের মাঝে গরু-ছাগল ও হাঁস-মুরগী বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় উপজেলার বড় শিবপুর গ্রামের ভিক্ষুক সামসুদ্দীন মণ্ডল, কোকিল গ্রামের আবু সোলাইমান, নেউটা গ্রামের নুরজাহান বেওয়া ও পূর্ব রুপনারায়নপুর গ্রামের আবুল কালামসহ মোট ৪ জনের হাতে একটি করে গাভী-বাছুর, ৩টি করে ছাগল ও ১০টি করে হাঁস ও ৫টি করে মুরগী তুলে দেন।
বিতরণকালে ওসি জাকিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ওসমান আলী, বীর মুক্তিযোদ্ধা মোকলেছার আলমসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।