ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে আচরণবিধি লঙ্ঘনের দায়ের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর অর্থদণ্ড করেছে নির্বাচনী আচরণবিধির দায়িত্বরত মোবাইল কোর্ট।
বুধবার (১৩ মার্চ ২০১৯) দুপুরে নির্ধারিত সময়ের আগে নির্বাচনী মাইকিং বের করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী (ফুটবল) শাহিনা খাতুনকে দুই হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে উপজেলা আমাইতাড়া মোড়ের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় ও সরবরাহের সময় বিসমিল্লাহ হোটেলকে দুই হাজার টাকা ও ভাই ভাই হোটেলকে ৫শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা।
তিনি জানান, শতভাগ সুষ্ঠু নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে প্রশাসন সর্বাত্মক কাজ করছে, নির্বাচন পর্যন্ত তা অব্যাহত থাকবে।