লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
লাখাইয়ে সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের ফলাফল বানচালের উদ্দেশে নির্বাচনের দিন সন্ধ্যায় নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর হামলা, গাড়ি ভাংচুরের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বুল্লাবাজার ব্যবসায় কল্যাণ সমিতির সাবেক সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জুনাইদ আহম্মেদ তালুকদার, নুরুল আলম সোহেল, মাসুকুর রহমান মাসুক, সরদার ওমর ফারুক, আঃ রহমান, মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউদ্দিন দুলদুল, এমএ জলিল (বিএ), যুবনেতা জিয়ার রহমান, যুবলীগ যুগ্ম সম্পাদক ফেরদোস আহম্মদ, ছাত্রলীগ নেতা হারুনুর রশীদ, সাবেক ছাত্রলীগ সভাপতি এডভোকেট খোকন চন্দ্র গোপ সৌরভ।
বক্তাগণ শান্তিপূর্ণ নির্বাচন পরবর্তী ফলাফল বানচালের উদ্দেশে সরকারি কাজে বাঁধা প্রদান ও ভোট গ্রহণ কাজে নিয়োজিতদের ওপর ন্যক্কারজনক হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।