মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
হাটহাজারী পৌরসভাস্থ বাসস্টেশন শেরে বাংলাসংলগ্ন ছিদ্দিক পেট্রোল পাম্প-এর সামনে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের ধাক্কায় রুবেল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৬ মার্চ ২০১৯) সকাল এগারটায় এ দুঘর্টনা ঘটে। ঘটনাস্থল থেকে রুবেলকে স্থানীয় (প্রাইভেট) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, বাসস্টেশন সংলগ্ন এলাকায় নগরমুখী একটি মালবোঝায় ট্রাককে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দিলে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত রুবেল মেখল ফকিরহাট পূর্ব দেওয়াননগর নুরুল আলমের বাড়ির মৃত আবদুল খালেকের পুত্র। নিহত রুবেলের সংসার জীবনে দুই সন্তান রয়েছে বলে জানা যায়।
মডেল থানার এসআই জাহাঙ্গীর মোল্লা প্রতিবেদককে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করি। কিন্তু ঘাতক চালককে আটক করতে পারিনি।