লাখাইয়ে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

যথাযোগ্য মর্যাদায় বিস্তারিত আয়োজনে লাখাইয়ে পালিত হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৯।

লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে দিনটি পালনের লক্ষ্যে নেয়া হয় বিস্তারিত কর্মসূচি।

কর্মসূচির মধ্যে ছিল প্রশাসনিক চত্তরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তারের নেতৃত্বে র‌্যালি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকণ প্রতিযোগিতা দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা।

বেলা ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মোছাঃ শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জীবনচারন নিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন, প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, মুক্তিযোদ্ধ কমান্ডার জাহির উদ্দিন, মুক্তিযোদ্ধা গাজি শাহজাহান চিশতী, শিক্ষার্থী আশরাফী ইসলাম প্রেমা, প্রধান শিক্ষক নুরুল আমীন খান।

Similar Posts

error: Content is protected !!