লাখাইয়ে প্রেমের টানে এসে ঢাকার প্রেমিক কারাগারে

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

প্রেমের টানে ঢাকা থেকে হবিগঞ্জের লাখাইয়ে প্রেমিকার বাড়িতে এসে এক আনসার সদস্য ধরাশায়ী হয়ে অবশেষে প্রেমিক-প্রেমিকাকে আটক করে লাখাই থানায় সোর্পদ করে এলাকাবাসী।

গত সোমবার বিকালে লাখাই থানা পুলিশ আটক প্রেমিক যুগলকে আদালতে প্রেরণ করেন। আটক প্রেমিকের ঢাকার মুগদাপাড়ার ঠিকাতলী বাসিন্দা মৃতঃ আব্দুল মান্নানের পুত্র আনসার সদস্য জাকির হোসেন (২৫) ও লাখাই উপজেলার বামৈ গ্রামের মৃত ওয়াজ আলীর কন্যা লিমা আক্তার (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, ৬ মাস আগে ফেসবুকের মাধ্যেমে দু’জনের পরিচয় হয়। গত রোববার লিমার বাড়িতে কেউ না থাকার সুযোগে লিমার বাড়িতে অবস্থান করে জাকির। এক পর্যায়ে রাতে তাদের আচরণ সন্দেহজনক হলে কৌশলে দরজা খুলে তাদের আটক করে থানায় সোর্পদ করে এলাকাবাসী। পরে পুলিশ তাদের আদালতে প্রেরণ করে।

Similar Posts

error: Content is protected !!