লাখাই (হবিগঞ্জ) থেকে ।।
হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে। বুধবার সকালে এঘটনা ঘটে বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামে মুকিত মিয়া ও নিজাম মিয়ার সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে উভয়পক্ষের লোক উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রেশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন লোক আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৬ রাউন্ড শর্টগানের গুলি ও ৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।
এসময় তিন দাঙ্গাবাজকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানা অফিসার্স ইনচার্জ এমরান হোসেন।