ধামইরহাটকে মাদকমুক্ত করেই ছাড়বো : চেয়ারম্যান আজাহার আলী

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গিবাদ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে ধামইরহাট থানা পুলিশ। ২০ মার্চ বেলা ১১টায় থানা চত্বরে উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মণ্ডলের সভাপতিত্বে উক্ত সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মণ্ডল তাঁর বক্তব্যে বলেন, ধামইরহাট থানা পুলিশ ও প্রশাসনের সহযোগিতা নিয়ে পুরো ধামইরহাট উপজেলাকে মাদকমুক্ত করেই ছাড়বো। মাদকের বিষয়ে কাউকেই ছাড় দেয়া হবে না।

এ সময় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, ওসি জাকিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ওসি (তদন্ত) মাহবুব আলম, ডিআইজি রাজশাহীর প্রতিনিধি সাব-ইন্সপেক্টর আয়নাল হোসেন, কমিউনিটি পুলিশিং কমিটির সম্পাদক এটিএম বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক ডা. আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সবশেষে থানা পুলিশের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধিত করেন ওসি জাকিরুল ইসলাম।

Similar Posts

error: Content is protected !!