লায়ন্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

সংবাদদাতা ।।
উপজেলার দামপাড়ার তিনটি প্রাথমিক বিদ্যালয়ে একহাজার স্কুল ব্যাগ, চার হাজার খাতা, দুই হাজার কাঠপেন্সিল, এক হাজার বলপয়েন্ট কলম, এক হাজার ইরেজার, এক হাজার শার্পনার ও এক হাজার প্যাকেট হাইপ্রোটিন বিস্কুট শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা। সোমবার ২৫ জানুয়ারি বিকেলে দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উত্তর, দক্ষিণ ও মধ্য দামপাড়ার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একহাজার শিক্ষার্থীর হাতে এসব শিক্ষা সামগ্রী তুলে দেন জেলা গভর্ণর লায়ন স্বদেশ রঞ্জন সাহা এফসি, লায়ন মায়া রানী সাহা এবং লায়ন কে ইউ খান। এ সময় নিকলী উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ উবাইদুল হক সম্রাটকে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের লোগো প্রদান করেন প্রধান অতিথি লায়ন স্বদেশ রঞ্জন সাহা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!