সংবাদদাতা ।।
উপজেলার দামপাড়ার তিনটি প্রাথমিক বিদ্যালয়ে একহাজার স্কুল ব্যাগ, চার হাজার খাতা, দুই হাজার কাঠপেন্সিল, এক হাজার বলপয়েন্ট কলম, এক হাজার ইরেজার, এক হাজার শার্পনার ও এক হাজার প্যাকেট হাইপ্রোটিন বিস্কুট শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা। সোমবার ২৫ জানুয়ারি বিকেলে দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উত্তর, দক্ষিণ ও মধ্য দামপাড়ার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একহাজার শিক্ষার্থীর হাতে এসব শিক্ষা সামগ্রী তুলে দেন জেলা গভর্ণর লায়ন স্বদেশ রঞ্জন সাহা এফসি, লায়ন মায়া রানী সাহা এবং লায়ন কে ইউ খান। এ সময় নিকলী উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ উবাইদুল হক সম্রাটকে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের লোগো প্রদান করেন প্রধান অতিথি লায়ন স্বদেশ রঞ্জন সাহা।