খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
রোববার (২৪ মার্চ ২০১৯) নিকলী উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলামকে (নৌকা) পরাজিত করে সভাপতিপুত্র এম রুহুল কুদ্দুস ভূইয়া জনি (মোটর সাইকেল) বেসরকারিভবে নির্বাচিত হয়েছেন। সাধারণ ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেজিয়া আক্তার (কলস) বিজয়ী হন।
মোটর সাইকেল প্রতীক নিয়ে আহসান মো. রুহুল কুদ্দুস ভূঞা জনি পেয়েছেন ২৮ হাজার ৪৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম (নৌকা) পেয়েছেন ২৪ হাজার ৩১৮ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২৪ মার্চ রোববার তৃতীয় ধাপে অনুষ্ঠিত ৩৪টি ভোট কেন্দ্রের মোট ১ লাখ ৬২১ ভোটারের মধ্যে নিকলী উপজেলা পরিষদ নির্বচন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থী নিকলী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম (নৌকা) এবং সতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মো. ইসহাক ভূইয়ার পুত্র রুহুল কুদ্দুস ভূইয়া জনি (মোটর সাইকেল), আসলামুল হক আসলাম (আনারস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে রিয়াজুল হক আয়াজ নেতা (তালা), এম হাবিবুর রহমান হাবিব (টিয়া), মিজবাহ উদ্দিন মিজান (চশমা), আশরাফ উদ্দিন (মাইক), তাহের উদ্দিন (যাতাকল), মো. নাজিউর রহমান সোহেল (বই), মো. আমিরুল আলম মামুন (উড়োজাহাজ), অ্যাডভোকেট শামসুল আলম (বাল্ব)।
ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী রেজিয়া আক্তার (কলস), জেসমিন আরা বিউটি (টব), সুমাইয়া আক্তার শিমু (ফুটবল), রুবিনা খাতুন (হাঁস), জাহানারা বেগম (প্রজাপতি) ও রেখা আক্তার (সিলিং ফ্যান) প্রতিদ্বন্দ্বিতা করেন।