সংবাদদাতা ।।
সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. হারুন (১৯) নামের একজনের বিরুদ্ধে নিকলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ করা হয়েছে, নিকলী উপজেলার সাজনপুর জারুইতলা গ্রামের বাসিন্দা এবং জারুইতলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে সাজনপুর আতকাপাড়া গ্রামের এবং একই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মো. হারুন বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো। ২২ জানুয়ারি শুক্রবার রাতে নির্যাতিতার মা আকলিমা খাতুন মেয়েকে বাড়িতে একা রেখে পাশের গ্রামে তালিমে যান। এ সুযোগে হারুন ছাত্রীটির ঘরে ঢুকে অস্ত্রের মুখে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন সকালে নির্যাতিতার মা থানায় মামলা করতে যাবার সময় স্থানীয় দুই মাতব্বর মামলা না করিয়ে ফিরিয়ে নিয়ে আসেন। মাতব্বরদের প্রতিশ্রুতি মোতাবেক কাজ না হওয়ায় পরে স্থানীয় লোকজনের সহায়তায় রোববার রাতে নিকলী থানায় হারুন মিয়াকে আসামি করে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। এরপর রাত এগারোটার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি এফআইআরভুক্ত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই সাহাবুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। অভিযুক্ত হারুন পলাতক রয়েছে। তাকে ধরার সর্বাত্মক চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।