মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
শুক্রবার বিকালে গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে গোকুল মণ্ডলপাড়া বিজয় সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০১৯-এর ফাইনাল অনুষ্ঠিত হয়। উক্ত লেখায় গোকুল রুবেল একাদশকে টাইবেকারে ২-০ গোলে পরাজিত করে নওদাপাড়া পিপিলিকা খেলা ঘর।
গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে গোকুল মণ্ডলপাড়া বিজয় সংঘের উদ্যোগে ফুটবল ফাইনাল টুর্নামেন্ট ২০১৯ এ প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুন, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুল হুদা উজ্জল, সাজেদুর রহমান সিজু সাবেক সদস্য বগুড়া জেলা যুবলীগ, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার মিলন, শফিকুল ইসলাম আপেল, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বেগম, ইউপি সদস্য রফিকুল ইসলাম সাজু, সালামত আলী প্রমুখ। খেলা পরিচালনা করেন রঞ্জু মিয়া বালা।