আমাদের নিকলী ডেস্ক ।।
এক অবিস্মরণীয় জয়ের মধ্য দিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মামুন আল মাসুদ খান। কাপ-পিরিচ প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে সদর উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েই বিজয়ের হাসি হেসেছেন।
রোববার (২৪ মার্চ) অনুষ্ঠিত কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন (নৌকা) কে হারিয়ে মামুন আল মাসুদ খান চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
মোট ১১০টি ভোটকেন্দ্রের সবক’টির ফলাফল পাওয়ার পর রাতে কালেক্টরেট সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
কাপ-পিরিচ প্রতীক নিয়ে মামুন আল মাসুদ খান ৪০ হাজার ৮৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন (নৌকা) পেয়েছেন ২৩ হাজার ৯৯৩ ভোট।
কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন পাঁচজন। তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন (নৌকা), এনপিপি প্রার্থী মো. সুমন মিয়া (আম), আওয়ামী লীগের বিদ্রোহী সদর উপজেলার বর্তমান ভাইসচেয়ারম্যান মামুন আল মাসুদ খান (কাপ-পিরিচ) এবং দুই স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলার বর্তমান মহিলা ভাইসচেয়ারম্যান কামরুন নাহার লুনা (দোয়াত-কলম) ও বিএনপি চেয়ারপার্সনের তথ্য ও গবেষণা সেলের সাবেক কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদ সেলু (আনারস)।
অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী কামরুন নাহার লুনা (দোয়াত-কলম) পেয়েছেন ১৬ হাজার ২০০ ভোট ও সালাহ উদ্দিন আহমেদ সেলু (আনারস) পেয়েছেন ১ হাজার ২৫৫ ভোট এবংএনপিপি প্রার্থী মো. সুমন মিয়া (আম) পেয়েছেন ৪১৫ ভোট।
কিশোরগঞ্জ সদর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৯৪ হাজার ৯৯০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৩৬৩ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৬ হাজার ৬২৭ জন।
সূত্র : কিশোরগঞ্জ নিউজ