ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে ১৯৭১ সালের ২৫ মার্চের সেই ভয়াল ঘটনার আলোকপাত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, ধামইরহাট সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মো. শহীদুল ইসলাম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি জাকিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোকলেছার আলম, চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলাল রব্বানীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
অপরদিকে একইভাবে দিবসটি উদযাপন উপলক্ষ্যে র্যালি ও স্মৃতিচারণমূলক আলোচনা সভা করে পাগল দেওয়ান ফাজিল ডিগ্রী মাদরাসা।
সকাল ১০টায় এ উপলক্ষ্যে র্যালি শেষে মাদরাসার অধ্যক্ষ আইয়ুব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আনম আফজাল হোসেন, ভাইস প্রিন্সিপাল নাজিমুদ্দিন, সহকারী অধ্যাপক শাহাবুদ্দিন প্রমুখ।