আমাদের নিকলী ডেস্ক ।।
বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া আবার আলোচনায়। তবে তার সিনেমা নিয়ে নয়। গুঞ্জন ওঠেছে ফের মা হচ্ছেন তিনি। সম্প্রতি ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যায়, ভারতের গোয়ায় বিচে অভিষেক বচ্চনের সঙ্গে হাত ধরে ঘুরছেন ঐশ্বরিয়া। তার পরনে প্যান্ট ও টি-শার্ট, অভিষেকের পরনে সাদা শার্ট আর নীল শর্ট।
ছবিটি দেখে অনেকেই বলছেন, তুলনামূলক মোটা হয়েছেন ঐশ্বরিয়া। বেবি বাম্পও নাকি স্পষ্টই বোঝা যাচ্ছে। তবে কী আরাধ্যর আরও এক সঙ্গী আসতে চলেছে? এই প্রশ্নই ঘুরছে ফ্যান মহলে। তবে তিনি সত্যিই মা হচ্ছেন কীনা সে প্রশ্নের উত্তর তো সময় এলেই মিলবে।
যদিও বচ্চন পরিবারের তরফে কিছুই জানানো হয়নি। এই বিষয়ে কোনো কথাই বলেননি ঐশ্বরিয়া বা অভিষেকও।
প্রসঙ্গত, ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হয় ঐশ্বরিয়ার। ২০১১ সালে জন্ম হয় মেয়ে আরাধ্যর। এরপর কেটে গেছে সাতটি বছর।
সূত্র : সমকাল অনলাইন