নিকলীতে ভাতিজার সাথে ঝগড়ার জেরে চাচার আত্মহত্যা

কে এম স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

বৃহস্পতিবার (২৮ মার্চ ২০১৯) সকালে ভাতিজাদের সাথে ঝগড়ার জেরে অবরুদ্ধ কালাচাঁন (৫৫) নামে এক চাচা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলা সদরের খালিষার হাটি গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে কালাচাঁনের সাথে তার ভাতিজা সৈয়দ হোসেন, উজ্জ্বল গংদের পারিবারিক কলহ চলছে। ঘটনার আগের দিনও উভয়ের মধ্যে কথাকাটি হয়। সকালে পরিবারের অন্য সদস্যরা যার যার কাজে চলে যায়। কালাচাঁন ঘর থেকে বেরুলেই মারধোর করা হবে বলে হুমকি দেয় ভাতিজারা।

দুপুর পর্যন্ত ঘর থেকে বের হচ্ছে না দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। ঘরে ঢুকে অবরুদ্ধ কালাচাঁনকে নিজ ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলতে দেখে। খবর পেয়ে নিকলী থানা পুলিশ কালাচাঁনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে নিহতের পরিবার জানায়।

Similar Posts

error: Content is protected !!