ধামইরহাটে সর্বজনপ্রিয় আবেদ আলী মাস্টার আর নেই

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটের সর্বজনপ্রিয় ও সদালাপী আবেদ আলী মাস্টার (৬৫) আর নেই। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন।

পরিবার সূত্রে জানা গেছে, ধামইরহাট প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও নেউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নেউটা গ্রামের মৃত সাফার উদ্দিনের ছেলে আবেদ আলী মাস্টার ২৭ মার্চ রাত ৮টায় ইন্তেকাল করেন।

মৃতের একমাত্র ছেলে মেহেদী হাসান জানান, তার বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে লিভার ও ব্রেন সমস্যায় অসুস্থ্য ছিলেন। ২০১৪ সালে অবসর নেয়ার পরও অসুস্থ্য হওয়ার আগ পর্যন্ত নিয়মিত স্কুলে যাতায়াত করতেন, খোঁজ নিতেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ২৮ মার্চ বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Similar Posts

error: Content is protected !!