দুর্নীতির আগুনে পুড়ছে দেশ : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী বলেছেন, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, কলকারখানা অধিদপ্তরসহ বিভিন্ন মন্ত্রণালয় আর দপ্তরের পাশাপাশি দুর্নীতির আগুনে পুড়ছে দেশ। যে কারণে কথায় কথায় আগুন লাগছে, মরছে শত শত নিরাপরাধ মানুষ।

এই পরিস্থিতির উত্তরণে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, সচেতন করতে হবে দুর্নীতির বিরুদ্ধে।

২৮ মার্চ সকাল সাড়ে ১০টায় ফটোজার্নালিস্ট এসোসিয়েশনে অনুষ্ঠিত “আগুন আর দুর্নীতিতে পুড়ছে দেশ” শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, সদস্য গোলাম ওয়াজেদ সরকার রানা, মোহাম্মদ ইসলাম, জিয়াউদ্দিন সুজন প্রমুখ। বিজ্ঞপ্তি

Similar Posts

error: Content is protected !!