আমাদের নিকলী ডেস্ক ।।
পাকুন্দিয়ায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে শহীদ মিয়া (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এছাড়া চাঁন মিয়া (৬৫) নামের আরেকজন কৃষক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ ২০১৯) দুপুরে পাকুন্দিয়া পৌরসদরের বরাটিয়া এলাকায় বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত শহীদ মিয়া পাকুন্দিয়া পৌরসদরের বরাটিয়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে। অন্যদিকে আহত চাঁন মিয়া একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৭ মার্চ ২০১৯) দুপুরে বাড়ির পাশের নিজ জমিতে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন শহীদ মিয়া। পাশেই ঘাস কাটছিলেন কৃষক চাঁন মিয়া।
১টার দিকে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে দু’জনেই জমিতে লুটিয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মুক্তাদির শহীদ মিয়াকে মৃত ঘোষণা করেন।
এছাড়া চাঁন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সূত্র : কিশোরগঞ্জ নিউজ