লাখাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

হবিগঞ্জের লাখাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতনবৈষম্য নিরসনে ১১তম গ্রেড-এর দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকাগণ।

বৃহস্পতিবার (২৮ মার্চ ২০১৯) বিকালে উপজেলা প্রশাসনিক সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে বেতন বৈষম্য নিরসন ও ১১তম গ্রেডের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মধ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ।

Similar Posts

error: Content is protected !!