আমাদের নিকলী ডেস্ক ।।
বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের মাইজচর শ্যামপুর পাড়া গ্রামের এক ফল ব্যবসায়ীর কন্যা ৫ম শ্রেণির ছাত্রীকে একই গ্রামের কাজল মিয়ার ছেলে মঈন উদ্দিন (১৭) গত ২১ মার্চ ২০১৯ সন্ধ্যায় অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ৫ দিন পর কুলিয়ারচরের সাবেক মেম্বার আনিছ মিয়ার বাড়ি থেকে ওই স্কুলছাত্রীকে গত মঙ্গলবার (২৬ মার্চ ২০১৯) রাতে উদ্ধার করেছে তার পরিবারের লোকজন। ছাত্রীর বাবার অভিযোগ, তার মেয়েকে লম্পট মঈন উদ্দিন মাজারে নেয়ার কথা বলে মাইজচর গ্রামের বাড়ি থেকে বের করে নিয়ে আসে। পরদিন ২২ মার্চ শুক্রবার রাতে দিলালপুরের উদাতিয়াকান্দির করিম মিয়ার বাড়িতে মঈন উদ্দিন রাত্রি যাপনকালে তাকে ধর্ষণ করেছে।
গত ৩ দিন আগে বাজিতপুর থানায় মেয়ের বাবা ইকবাল মিয়া অভিযোগ দায়ের করলেও পুলিশ এ পর্যন্ত কোনো তদন্ত করেনি বলে অভিযোগ উঠেছে। ধর্ষিতা দাবী করেন, মঈন উদ্দিন তাকে ইচ্ছার বিরুদ্ধে উদাতিয়াকান্দিতে রাত্রী যাপনকালে ধর্ষণ করেছে।
এই ব্যাপারে মেয়ের বাবা বাদী হয়ে মঈন উদ্দিন, ছেলের বাবা কাজল মিয়াসহ আরো ২ জনের নামে সোমবার বাজিতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সূত্র : মানবজমিন