সংবাদদাতা ।।
নিকলী উপজেলায় এক শিশু অলৌকিকভাবে বেঁচে গেছে। ঐ শিশুর নাম সুলেমান। বয়স ১২। সে উপজেলা সদরের কুর্শা গ্রামের সুলতান মিয়ার ছেলে। এলকাবাসীর বিবরণে জানা যায়, ২৯জানুয়ারি শুক্রবার বিকালে একটি ট্রাকে উঠে ড্রাইভারের সাথে মাটি ভরতে যায় কুরশার হাওরে। মাটি ভর্তি ট্রাক যখন হাওর থেকে সড়কে উঠার চেষ্টা করে ঠিক তখন সেটি উল্টে পড়ে যায়। সেই সাথে সুলেমান ট্রাকের মাটির নিচে চাপা পড়ে। প্রায় ৫ থেকে ৭ মিনিট সে চাপা অবস্থায় ছিল। অবশেষে লোকজন মাটি খুড়ে তাকে উদ্ধার করে। বর্তমানে গুরুতর আহত সুলেমানকে নিকলী উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।