নিকলী-করিমগঞ্জ সড়কে মাঝখানে বিদ্যুতের খুঁটি! দেখার কেউ নেই

মো: হেলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলার নবনির্মিত রাষ্ট্রপতি আব্দুল হামিদ (নিকলী-করিমগঞ্জ) সংযোগ প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্য সড়কের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ রাস্তা দিয়ে উপজেলার সাতটি ইউনিয়নের লোকজন কিশোরগঞ্জ জেলা সদরসহ করিমগঞ্জ, তাড়াইল এবং দেশের যেকোন উপজেলা ও জেলায় যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা।

গ্রামের মানুষদের জন্য এ রাস্তাটি নিকলীর জন্য খুবই গুরুত্বপূর্ণ সড়ক। স্থানীয় লোকজন ছাড়াও জেলার বাইরের জনসাধারণ এ রাস্তা দিয়ে প্রতিদিন কিশোরগঞ্জ, করিমগঞ্জ, মরিছখালী, গুনধরসহ বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরবাইকে করে দিন-রাত যাতায়াত করছেন।

এক সময় এ রাস্তাটি মাটির রাস্তা ছিল। তখন পল্লীবিদ্যুৎ উপজেলার কারপাশা, বদলপুর, গৌরিপুর, শান্তিপুর, সহরমুল, জালালপুর ও নানশ্রী গ্রামে বিদ্যুতায়নের সময় রাস্তার পাশে খুঁটি স্থাপন করে। বর্তমানে এ সড়কটি পাকা করার ফলে প্রশস্ত করা হয়েছে; যার ফলে সহরমূল হতে কারপাশা পর্যন্ত বিদ্যুতের ৮টি খুঁটি রাস্তার মাঝখানে পড়ে যায়।

এলাকাবাসী সূত্রে জানা জানা যায়, উপজেলার বাইরে থেকে যখন রাতের বেলায় অনিয়মিত গাড়িগুলো নিকলীতে আসে তখন এসব গাড়ি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হচ্ছে। এমনকি বাদ যাচ্ছে না দুর্ঘটনা থেকে অটোরিকশা, মোটরবাইক, ট্রলি ও মালবাহী গাড়ি।

এলাকাবাসীর অভিযোগ, প্রায় ৬ মাস যাবত এ সড়কে গাড়ি যাতায়াত শুরু হলেও অদ্যাবধি এসব পল্লীবিদ্যুতের খুঁটি স্থানান্তরের কোনো উদ্যোগ নিচ্ছে না বিদ্যুৎ কর্তৃপক্ষ। এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন এ রাস্তায় তারা বিভিন্ন যানবাহনে চড়ে যাওয়া-আসা করে থাকে।

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ ২০১৯) নানশ্রী গ্রামের নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের শিক্ষার্থী শাহিনা, মজিবুর, নজরুল, শান্তা এ প্রতিনিধিকে জানায়, আমরা যখন গাড়িতে করে কলেজে যাই তখন আমরা উৎকণ্ঠায় থাকি কোন সময় দুর্ঘটনায় আক্রান্ত হই। শিক্ষার্থীদের অভিযোগ আমরা মৌখিকভাবে বিদ্যুতের দায়িত্বশীলদের বলেছি রাস্তা থেকে তাদের খুঁটিগুলো অন্যত্র সরিয়ে নেয়ার জন্য। কিন্তু তারা বিষয়টি কোনোভাবেই আমলে নিচ্ছে না।

এলজিইডি অফিস সূত্রে জানা যায়, রাস্তা থেকে এ সমস্ত খুঁটি সরিয়ে নেয়ার জন্য পল্লীবিদ্যুতকে লিখিতভাবে চিঠি দেয়া হয়েছে। কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। বিষয়টি নিয়ে পল্লীবিদ্যুতের জেনারেল ম্যানেজার কিশোরগঞ্জের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, আমরা অল্প সময়ের মধ্যে সরিয়ে নেয়ার ব্যবস্থা করছি।

Similar Posts

error: Content is protected !!