নিকলীর ৩৩৩ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

নিকলী উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক সমাপনী পরীক্ষায় ৩৩৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। রোববার (৩১ মার্চ ২০১৯) সকাল ১১টায় জেলা পরিষদ অডিটরিয়ামে নিকলী উপজেলা পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সম্মাননা তুলে দেয়া হয়েছে।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন উপজেলার ছেত্রা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবী হোসেন ও জাইকার নিকলী সমন্বয়ক দূর্গা সাহা। এ সময় প্রধান অতিথি নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, বিশেষ অতিথি নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নূরুজ্জামান হাবীব, পাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইসলাম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে প্রাথমিক সমাপনীর ১৪৮ ও মাধ্যমিকের ১৮৫ শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক ও সম্মাননা দেয়া হয়।

Similar Posts

error: Content is protected !!