ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় জেলা প্রশাসন ও এলজিএসপি’র অর্থায়নে ৭ জন ভিক্ষুককে চার্জার ভ্যান, ভ্রাম্যমান দোকান ও গাভি-বাছুর দেয়া হয়েছে। ভিক্ষাবৃত্তিকে বিদায় জানিয়ে এই ৭ ভিক্ষুককে সম্মানজনক নতুন জীবিকা নির্বাহের পথ দেখিয়ে দিলো উপজেলা প্রশাসন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন জানান, জেলা প্রশাসন ও ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের পরিকল্পনায় ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ইসবপুর ইউনিয়নের ৫ জন ভিক্ষুককে ৪০ হাজার টাকা মূল্যে গাভী-বাছুর প্রত্যেককে দেয়া হয়।
এছাড়াও জাহানপুর ইউনিয়নের ১ জনকে ভিক্ষুককে চার্জার ভ্যান ও আর ১ জনকে ভ্রাম্যমান দোকান হস্তান্তর করা হয়। বিকেল ৪টায় ইউএনও গনপতি রায় এসব বিতরণ করেন। এ সময় ধামইরহাট সরকারি এম এম কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকারসহ ইউপি সচিব ও সদস্যগণ উপস্থিত ছিলেন।