লাখাইয়ে হাওর থেকে কৃষকের লাশ উদ্ধার : আটক ৪

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

হবিগঞ্জের লাখাইয়ে আব্দুল হামিদ (৬৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মার্চ ২০১৯) সকাল ৭টার দিকে উপজেলার মনতৈল গ্রামের “দক্ষিণের তালুকবন্দ” নামক হাওরের কৃষিজমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আঃ হামিদ উপজেলার মনতৈল গ্রামের মৃতঃ নিম্বর আলীর পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে আঃ হামিদ তার ফসলি জমিতে পানি সেচ দেয়ার জন্য বাড়ি থেকে বের হন। দীর্ঘক্ষণ বাড়ি না ফিরলে স্বজনরা খুঁজতে বের হয়। একপর্যায় হাওরের একটি জমিতে তার লাশ দেখতে পায়।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ উল্লেখিত হাওরের একটি জমি থেকে লাশ উদ্ধার করে লাখাই থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে লাখাই থানা অফিসার্স ইনচার্জ এমরান হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের শরীরে কয়েকটি কালো চিহ্ন দেখা যায়। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে প্রকৃত ঘটনা কি।

এ ঘটনায় অসংলগ্ন কথাবার্তার কারণে ৪ জনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান। আটককৃতরা হলেন সায়েদ মিয়া, আসমত মিয়া, মস্তুমিয়া ও সেলিম মিয়া।

Similar Posts

error: Content is protected !!