ধামইরহাটে দিনের বেলায় বনবিভাগের গাছ কর্তন, গাছসহ আটক ১

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে বনবিভাগের গাছ কর্তনের ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে বনবিভাগ।

বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ৩০ মার্চ দিনের বেলায় ২০১১-১২ সনে সামাজিক বনায়নের কার্যক্রমের আওতায় পশ্চিম চানপুর নদী বাঁধ এলাকার সৃজিত বন বিভাগের বাগানে স্থানীয় সাবেক ইউপি সদস্য সামিরুল মেম্বার, সুবলসহ আরও কয়েকজন সরকারি গাছ কাটতে থাকার খবর পেলে থানা পুলিশ সহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বনবিট কর্মকর্তা আ. মান্নান।

সকাল অনুমান ১০টার দিকে গাছকাটা অবস্থায় সুবলকে ৭টি গাছের গুলসহ আটক করে পুলিশ। রাতে বনবিট কর্মকর্তা বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করে, মামলা নং-২০।

ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, “প্রকাশ্যে গাছ নিধন সম্পূর্ণ বেআইনী, বনবিভাগের অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু হয়েছে, বাকি আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশ কাজ করছে।”

বনবিট অফিসার আব্দুল মান্নান বলেন, “যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বনদস্যুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলেছেন, বন নিধনকারীদের কোনো ছাড় দেয়া হবে না। সেখানে ধামইরহাট বনবিট বনদস্যুদের কোন ছাড় দিবে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।”

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, সাবেক ইউপি সদস্য সামিরুল মেম্বার এমন কোন অপকর্ম নেই যে তিনি করেন না। শেষ পর্যন্ত বনদস্যুদের সাথে সে হাত মিলিয়ে বন ধ্বংসের চেষ্টায় লিপ্ত। উপকারভোগী সদস্যরা তার সঠিক বিচার চায়, আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে বনদস্যুদের কঠোর শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি অনুরোধ করছি।

Similar Posts

error: Content is protected !!