আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. রাব্বী মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মার্চ ২০১৯) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের বলদার ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রাব্বী মিয়া ইটনা সদর ইউনিয়নের পশ্চিমগ্রাম নন্দীহাটির মো. কাদির মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পাশের বলদার হাওরে ঘাস কাটতে গিয়েছিল রাব্বী। সেখানে ঘাস কাটার সময় বেলা সাড়ে ১১টার দিকে দমকা বাতাসের সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই রাব্বীর মৃত্যু হয়।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র : কিশোরগঞ্জ নিউজ