ধামইরহাটে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করা করা হয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজে প্রযোজ্য এই স্মার্ট কার্ড ২ এপ্রিল বেলা ১১টায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম ধামইরহাট পৌর সদরের ১ ও ২ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে এই স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক, জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম, ওসি জাকিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আ. রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

২ থেকে ৪ এপ্রিল পৌর সদরে ও পরে বিভিন্ন ইউনিয়নে ১ লাখ ৩৭ অধিক কার্ড বিতরণ করা হবে বলে নির্বাচন অফিস জানায়।

Similar Posts

error: Content is protected !!