ধামইরহাটে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে ২ এপ্রিল ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২ এপ্রিল ২০১৯) সকাল ১০টায় উপজেলা সমাজসেবা অফিস ও ধামইরহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেননগর আলিম মাদরাসার অধ্যক্ষ ছানাউল্লাহ নুরী, ধামইরহাট ইন্টারন্যাশনাল কিন্ডার গার্টেনের সহকারী প্রধান শিক্ষক দিল আফরোজ, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুছা, সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী অজিত কুমার, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক আবু মুছা স্বপন, সাংবাদিক রেজুয়ান আলম প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!