বিচারের কাঠগড়ায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

আমাদের নিকলী ডেস্ক ।।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে বুধবার (৩ এপ্রিল ২০১৯) বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। শত শত কোটি ডলারের আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তাকে এ বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। আর এই আর্থিক দুর্নীতির কারণে গত বছর তার দীর্ঘদিনের ক্ষমতাসীন জোট সরকারের পতন ঘটে। খবর এএফপি’র।

দক্ষিণ-পূর্ব এশীয় এ দেশের অর্থনৈতিক উন্নয়নে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ১এমডিবি’র তহবিল আত্মসাতে ৬৫ বছর বয়সী এ প্রধানমন্ত্রীর জড়িত থাকার অভিযোগে এই প্রথম বিচারের মুখোমুখী হচ্ছেন তিনি।

এ তহবিল থেকে কয়েকশ’ কোটি ডলার আত্মসাত করায় মালয়েশিয়ার সাবেক এ প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠ বন্ধুদের অভিযুক্ত করা হয়।

গত বছরের নির্বাচনে তার আরেক মেয়াদে সহজ জয়ের আভাস পাওয়া গেলেও তিনি তার সাবেক নেতা মাহাথির মোহাম্মাদের কাছে আকস্মিকভাবে পরাজিত হন।

এই নির্বাচনের কয়েক মাসের মধ্যে ১এমডিবি’র তহবিল আত্মসাতের ঘটনায় তদন্ত শুরু করা হয় এবং এ আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত থাকার অভিযোগে নাজিবের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মামলা দায়ের করা হয়।

বুধবারের বিচারে নাজিবের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের সাতটি অভিযোগ তোলা হচ্ছে। বাসস

Similar Posts

error: Content is protected !!