মহাস্থানে প্রেমে ব্যর্থ হয়ে কিশোরের আত্মহত্যা

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়ার মহাস্থানে প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত কিশোর শিবগঞ্জ উপজেলার গড়-মহাস্থান উত্তরপাড়া গ্রামের মোস্তফা মিয়ার পুত্র মিনু মিয়া (১৬) বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, একই গ্রামের রতন মিয়ার শিশুকন্যা মহাস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী রতনাকে (১২) নিহত কিশোর মিনু প্রায়ই প্রেম নিবেদনে উত্যক্ত করে আসত। বিষয়টি ওই ছাত্রী তার অভিভাবকদের জানালে, তারা মিনুকে উত্যক্ত করতে নিষেধ ও সচেতন করে দেয়।

এরপর মিনু মনের ক্ষোভে অভিমানে গত ১ এপ্রিল সোমবার সন্ধ্যায় মহাস্থান দুধপাথর নামক স্থানে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এসময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার ময়নাতদন্ত শেষে পুলিশ নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে। এলাকাবাসী আরও জানান, নিহত মিনু একজন মাদক সেবনকারী ছিলো। মাঝে মাঝে ড্যান্ডি ও মদ খেয়ে বখাটেপনা করত।

Similar Posts

error: Content is protected !!