ধামইরহাটে শাশুড়িতে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে ছেলেবউ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে শাশুড়িকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্ধর্ষ ছেলেবউ। এ ঘটনায় গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ গৃহবধূকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মইশড় গ্রামে শাজাহানের স্ত্রী ফারজানা ২ এপ্রিল সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার শাশুড়িতে ধারালো দা দিয়ে মাথা, পিঠে, ডান হাতেসহ প্রায় অর্ধশত বার কুপিয়ে মারাত্মক জখম করে।

এ সময় গুরুতর রক্তাক্ত জখম শাশুড়ি জাহানারা বেগম (৫৫) জীবন বাঁচাতে বাহিরে আসলে স্থানীয়রা জখমী শাশুড়িকে রক্ষা করে আহত অবস্থায় ধামইরহাট হাসপাতালে নেয়। অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক জখমীকে রামেক হাসপাতালে রেফার্ড করেন।

এই ঘটনায় জখমীর মেয়ে তারা বানু বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ৩ এপ্রিল আটক ছেলেবউ ফারজানাকে কোর্টে প্রেরণ করেছে মর্মে জানিয়ে বলেন, শাশুড়িকে মর্মান্তিকভাবে আঘাতের ঘটনা অতি দুঃখজনক, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

Similar Posts

error: Content is protected !!